এতিম খানার ২২ তলা ভবন লুণ্ঠনে বাধা,কাউন্সিল মানিকের বিরুদ্ধে ষড়যন্ত্র

এতিম খানার ২২ তলা ভবন লুণ্ঠনে বাধা,কাউন্সিলেরর বিরুদ্ধে ষড়যন্ত্রের !

এতিম খানার ২২ তলা ভবন লুণ্ঠনে বাধা দেওয়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিককে বিতর্ক করতে মরিয়া হয়ে উঠেছে এক কুচুক্রী মহল।

তারেই অংশ হিসেবে আজ শুক্রবার দুপুরে মানিকের বিরুদ্ধে নানান অভিযোগ এনে ‘২৬ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ’ ব্যানারে নামে ধানমন্ডি ৩ /এ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মানববন্ধন করেন যড়যন্ত্রকারীরা। মানববন্ধন চলার সময় ভিডিওতে মুখে কালো কাপড় পরা অবস্থায় দেখা যায় অনেককে , এর মধ্যে কেউ ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নয় বলে জানা যায়। মানবন্ধন সূত্রে জানা যায়, কাউন্সিলর মানিককে একটি গোষ্ঠি বিতর্ক করতে লোক ভাড়া করে এনে এই অপপ্রচার চালাচ্ছে।

প্রেসক্লাবে হাসিবুর রহমান মানিকের পক্ষে মানববন্ধন

কাউন্সিলর মানিকের পক্ষে মানববন্ধন

দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের পক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে ২৬ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ’ । 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ‘কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের বিরুদ্ধে একটি চক্র অপপ্রচার চালাচ্ছে। তাঁদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর মানিক বলেন, ‘কারা মানববন্ধন করেছে জানি না। গতকাল গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়েছে জুনায়েদ নামে একজন। আমি তথ্য পেয়ে সঙ্গে সঙ্গে লালবাগ থানায় একটা জিডি করেছি। এরা আমার এলাকার ভোটারও না, কিছুই না। যারা এতিম খানার ২২ তলা ভবন লুণ্ঠন করে খেতে চাচ্ছে তাঁরা সক্রিয় হয়ে আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে।’

ডিএসসিসির এই কাউন্সিলর আরও বলেন, ‘আমি যদি অন্যায় করি, তাহলে সামনে এসে বলুক। দুই চার-পাঁচজনকে দিয়ে মুখে কাপড় পেঁচিয়ে মানববন্ধন করার উদ্দেশ্য কী? প্রেসক্লাবে তাঁদের বিরুদ্ধে উল্টো মানববন্ধন করেছে আমার এলাকার লোকজন। তাঁদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে। ছাত্র রাজনীতি করে এসেছি, এলাকায় আমার অবস্থান ভালো। তাই তাঁরা আমার বিপক্ষে লেগেছে।’

অপ্রচারের প্রতিবাদে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক লালবাগ থানায় জিডি করেছেন, জিডিতে যা আছে হুবুহু তুলে ধরা হলো। আমি নিম্নস্বাক্ষরকারী আলহাজ্ব মোহাম্মদ হাসিবুর রহমান মানিক (৪৩) পিতা-মৃত আনিছুর রহমান, মাতা-মৃত করিমুন নেছা, সাং- বাসা নং-৮/১ আজিমপুর, থানা-লালবাগ, ঢাকা থানায় আসিয়া এই মর্মে অভিযোগ দাখিল করেন যে, বিবাদী ০১। মোঃ জুনায়েদ হোসেন, পিতা-অজ্ঞাত, মাতা- অজ্ঞাত, সাং-অজ্ঞাত, মোবা-০১৯২২-৫৩৬৭৪৭ আমার বিরুদ্ধে বহুল প্রচারিত পত্রিকা ,টেলিভিশন,অনলাইন পোর্টালে বিবাদী ইং-১৩/০১/২০২৩ তারিখে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করার আয়োজন করবে বলে জানা যায়। উক্ত বিবাদী আমার বিরুদ্ধে দখলবাজি, হলফনামায় মিথ্যা তথ্য দিয়ে প্রতারণা, এতিম ও এতিমখানার সম্পদ আত্মসাৎ, এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা ও বিভিন্ন অপকর্মের বিচারে জন্য আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে জনসাধারণে কাছে আমার মানহানি ও রাজনৈতিক ভাবে হেও প্রতিপন্ন করার জন্য চক্রান্ত করছে। উক্ত বিবাদী ২৬নং ওয়ার্ডের কোন বাসিন্দার নয়। বিবাদী আমার বিরুদ্ধে বিভিন্ন পত্র পত্রিকায় / টেলিভিশনে ও অনলাইনে যে প্লেসলিষ্ট পাঠানো হয়েছে যাহা সম্পূর্ন মিথ্যা ও ষড়যন্ত্র মূলক কার্যক্রম পরিচালনা করেন। এমতাবস্থায়, উক্ত বিবাদীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য বিনীত ভাবে অনুরোধ




আপনার মূল্যবান মতামত দিন:


Top