আমাদের সম্পর্কে
সম্পাদকের কথা
বহুমাত্রিক শিল্প হিসেবে পর্যটন বিংশ শতাব্দীর শুরুতে বিশ্বজনীন বিস্তৃতি লাভ করেছে। জাতিসংঘ “পর্যটন” শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছে ১৯৩৯ সালে। বিশ্বজনীন পর্যটনের গুরুত্বের বিবেচনায় পরবর্তীতে ১৯৭৫ সালে জাতিসংঘের গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠন হিসেবে “বিশ্ব পর্যটন সংস্থা” (UNWTO) গঠিত হয়। মূলত বিশ্বের অর্থনৈতিক, মানবিক ও আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নকে বিবেচনায় নিয়ে, বিশ্বে পর্যটন শিল্পকে বিকাশ ও উন্নয়নে ভূমিকা রাখার জন্যই UNWTO গঠন করা হয়। একটি গর্বের কথা হচ্ছে যে, বাংলাদেশ ছিল জাতিসংঘের ‘বিশ্ব পর্যটন সংস্থা’ (UNWTO) এর প্রতিষ্ঠাতা সদস্য। এর পাশাপাশি অত্যন্ত পরিতাপের বিষয় যে, বাংলাদেশ উক্ত সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য হয়েও পর্যটন খাতে বহুদূর পিছিয়ে।
অথচ, বাংলাদেশ বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ। যার রয়েছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন, রয়েছে বিশ্বের বৃহত্তম দীর্ঘ নিরবচ্ছিন্ন বালুকাময় সমূদ্র সৈকত। এছাড়াও সমস্ত দেশ জুড়ে অসংখ্য ছোট বড় বৈচিত্রপূর্ণ প্রাকৃতিক পর্যটন সম্পদ, প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সমাহার, সংস্কৃতি, গ্রাম বাংলার আবহমান রূপ, দেশীয় খাবার ইত্যাদি বিশ্বে পর্যটকদের জন্য আকর্ষণীয় ক্ষেত্র হওয়া সত্ত্বেও বাংলাদেশ পিছিয়ে আছে উজ্জল সম্ভাবনাময় এই অর্থনৈতিক খাতগুলোর সঠিক ব্যবহার না করে।
এদিকে কৃষি পর্যটন হিসেবেও রয়েছে এদেশের উজ্জ্বল সম্ভাবনা। কারণ সমগ্র বাংলাদেশ উর্বর মাটি দ্বারা সমৃদ্ধ। ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে কৃষি পর্যটনের গুরুত্বও ব্যপক হারে বৃদ্ধি পেয়েছে।
দেশের পর্যটন স্থানের পিছিয়ে থাকার কারণ চিহ্নিতকরণসহ, পর্যটন স্পটের পরিচিতি, দেশ বিদেশে ভ্রমণ গল্প, কৃষি ও কৃষকের কথা, হোটেল রিসোর্ট ইত্যাদি বিষয়াবলীর উপরে খবরা খবর প্রচারে সামনে এলো ট্রাভেল১২।
মিশন ভিশন:
- দেশের প্রতিটি জেলা উপজেলার পর্যটন স্থানগুলোর পরিচিতি দেশে-বিদেশে প্রচার ও প্রসারে কাজ করা।
- পর্যটন স্পটগুলোর সমস্যা ও সম্ভাবনাময় দিকগুলো প্রচার করা এবং দেশের যে কোন নাগরিকদের সু-পরামর্শ তুলে ধরা।
- পর্যটন স্থানসহ পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টির জন্য গঠনমূলক কাজ করা।
- দেশী ও বিদেশি পর্যটকদের দিক নির্দশনামূলক ভ্রমণে সহায়তা করা।
- কৃষি ও কৃষকের সমস্যা, সম্ভাবনা ও দিকনির্দেশনামূলক তথ্য প্রচার করা।
মোট কথা বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে দুটি গুরুত্বপূর্ণ খাত হলো পর্যটন ও কৃষি। যার উন্নয়ন, সম্প্রসারণ ও সম্ভাবনার বাস্তব দিক নির্দেশনা দিতে ট্রাভেল১২ নিরলস চেষ্টা করে যাবে। ইনশাল্লাহ।
তাই ট্রাভেল১২ তার যাত্রাপথে দল-মত নির্বিশেষে সকলকে সহযাত্রী হিসেবে পেতে আগ্রহী। আল্লাহ হাফেজ।
তাই ট্রাভেল১২ তার যাত্রাপথে দল-মত নির্বিশেষে সকলকে সহযাত্রী হিসেবে পেতে আগ্রহী। আল্লাহ হাফেজ।