নৌ অধিদপ্তরের সেই নাজমুলের ‘ঘুষের’ টাকায় স্ত্রী সম্পদশালী

নৌ অধিদপ্তরের সেই নাজমুলের ‘ঘুষের’ টাকায় স্ত্রী সম্পদশালী

চার বছর আগে রাজধানীর একটি রেস্তোরাঁ থেকে ঘুষের টাকাসহ গ্রেপ্তার নৌ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও শিপ সার্ভেয়ার এসএম নাজমুল হকের অবৈধ অর্থের কারণে এবার ফাঁসছেন তার স্ত্রী সাহেলা নাজমুলও। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে সাহেলার ২ কোটি ৬৪ লাখ ৭১ হাজার ১৩১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ এবং ২ কোটি ১৬ লাখ ৬১ হাজার ২৫০ টাকার সম্পদ গোপনের অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। সরকারি চাকরিকালীন স্বামীর ‘ঘুষের’ টাকায় স্ত্রীর নামে সম্পদ গড়ার অভিযোগে নাজমুল ও সাহেলার বিরুদ্ধে গতকাল একটি মামলা করেছে দুদক।

কমিশনের সমিন্বত জেলা কার্যালয় ঢাকা ১-এ দুদকের উপ-পরিচালক মো. হাফিজুল ইসলাম মামলাটি দায়ের করেছেন বলে জানান সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক।
এজাহারে বলা হয়, নাজমুল চাকরিকালীন ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে সম্পদ অর্জন করেন। এই সম্পদের মালিকানা ও নিয়ন্ত্রণ গোপন করার মানসে স্ত্রী সাহেলার নামে বিভিন্ন ব্যাংক হিসাব, ব্যবসা প্রতিষ্ঠান ও যৌথ মূলধনী প্রতিষ্ঠানে বিনিয়োগ দেখিয়ে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করেছেন।




আপনার মূল্যবান মতামত দিন:


Top