এগিয়ে যাওয়ার অঙ্গীকার
রাবিতে শরীয়তপুর জেলা সমিতির নেতৃত্বে সাইদুল ও কনিক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শরীয়তপুর জেলা সমিতি রাজশাহী ( রাবি, রুয়েট, রামেক) নতুন কমিটি গঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০-২১ সেশনের শিক্ষার্থী সাইদুল ইসলামকে সভাপতি ও আইন বিভাগের ২১-২২ সেশনের শিক্ষার্থী মিজানুর রহমান কনিককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে এবং ম্যানেজম্যান্ট স্টাডিজ বিভাগের সিহাব কে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
গত ০৮ তারিখে এ কমিটি অনুমোদন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হাসান অধ্যাপক, গণিত বিভাগ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং প্রধান উপদেষ্টা, শরিয়তপুর জেলা সমিতি, রাজশাহী, কি-নোট স্পিকার মোহাম্মদ আলী প্রকৌশলী, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) বিশেষ অতিথি এস. এম. আক্তার হোসেন, সিনিয়র ওয়েলফার অফিসার পশ্চিম রেলওয়ে (অবসরপ্রাপ্ত) এবং মোঃ কাইয়ুম রোহান, গবেষক ও লেখক।
জেলা সমিতির নবনির্বাচিত সভাপতি সাইদুল ইসলাম তার পরিকল্পনা নিয়ে বলেন, “শরীয়তপুরে কিছু কলেজ প্রোগ্রাম করবো, যাতে কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি হওয়ার জন্য ভালো দিকনির্দেশনা পায়।জেলা সমিতির সদস্যদের নিয়ে ট্যুর আয়োজন করবো, পিঠা উৎসব, ফল উৎসব পালন করবো”। জেলা সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মিজানুর রহমান কনিক বলেন, “আত্মিক বন্ধনের উপর ভর করে শরীয়তপুরের জন্য মেধাভিত্তিক সুদক্ষ, সচেতন এবং দায়িত্বশীল নাগরিক গড়ে তোলাই আমাদের সংগঠনের প্রধান উদ্দেশ্য।
এ ছাড়া জেলা সমিতির যে প্রোগাম গুলো বছরের পর পর বছর ধরে হয়ে আসছে ইনশাআল্লাহ আমি সেগুলো ও দায়িত্বশীললার সাথে পালন করার চেষ্টা করবো।”
জেলা সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, “দুজন যোগ্য মানুষকেই জেলা সমিতির দায়িত্ব দেওয়া হয়েছে আশাকরি তারা তাদের দায়িত্ব যথাযথ সম্মানের সাথে পালন করে জেলা সমিতিকে এগিয়ে নিয়ে যাবে বহুদুর।”

-2021-08-29-21-21-25.gif)
আপনার মূল্যবান মতামত দিন: