খেরসনে রাশিয়ার মুহুর্মুহু হামলা

খেরসনে রাশিয়ার মুহুর্মুহু হামলা

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসনে অতর্কিত হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ছয়জন। এদের মধ্যে দুইজন শিশুও আছে। আজ সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

আঞ্চলিক গভর্নর প্রকুদিন বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে বলেছেন, আবাসিক জেলাসহ দোকান ও মেডিকেল স্থাপনায় লক্ষ্য করে গত ২৪ ঘণ্টায় অন্তত ৭১টি হামলার তথ্য রেকর্ড করা হয়েছে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৫৮৬ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।




আপনার মূল্যবান মতামত দিন:


Top