ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রোভিসি) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাবেক সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আবুল কালাম আজাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে আদালত।

ঢাকার অর্থঋণ আদালতে দায়ের করা মামলায় তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন এবং একই সাথে কোতয়ালী থানাকে তামিলের দায়িত্ব দেওয়া হয়।

 

এছাড়াও তার বিরুদ্ধে বিস্তর অনিয়ম-দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। মাদ্রাসা পরিদর্শন, অধিভুক্তি, প্রাথমিক পাঠদান, নবায়ন, তদন্ত, নিয়োগ প্রতিনিধি হিসেবে অংশগ্রহণসহ নানা ক্ষেত্রে তার অনিয়ম-দুর্নীতির তথ্য পাওয়া গেছে। মাত্র ৩২০ দিনে ৪০০ এর বেশি মাদ্রাসা পরিদর্শন করে তিনি রেকর্ড গড়েছেন। বিধিবহির্ভূতভাবে গাড়ির জ্বালানি ব্যবহার, রোহিঙ্গাদের অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগ রয়েছে। তার ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের প্রমাণও মিলেছে।সম্প্রতি অধ্যাপক ড. মুহাম্মদ আবুল কালাম আজাদের বিরুদ্ধে অভিযোগ ও এর প্রমাণক হিসেবে মোট ৯৭ পৃষ্ঠার সংযুক্তি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) জমা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে এই অভিযোগ দিয়েছেন মো. আশ্রাফ উদ্দিন তামিম।




আপনার মূল্যবান মতামত দিন:


Top