অসুস্থ মহানগর দায়রা জজকে দেখতে বিএসএমএমইউতে প্রধান বিচারপতি

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ঢাকা মহানগর দায়রা জজ মো.আসাদুজ্জামানকে দেখতে হাসপাতালে গিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
বুধবার (২৩ আগস্ট) বিকেল ৪টা ৪০ মিনিটে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কেবিন ব্লকে চিকিৎসাধীন আসাদুজ্জামানকে দেখতে যান। এ সময় তিনি তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে বেরিয়ে যান।
হাসপাতাল সূত্রে জানা যায়, ব্যাক পেইন বা পিঠে ব্যথাজনিত কারণে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সঙ্গে দেখা করতে আসেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, এ সময় তার খোঁজ খবর নেন তিনি। আনুমানিক সাড়ে ৪টার দিকে আসেন, পরবর্তী খোঁজ খবর নিয়ে সাড়ে ৫টার দিকে হাসপাতাল থেকে বেরিয়ে যান।
এই বিভাগের জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: