পদ্মা সেতু হয়ে আজ ভাঙ্গা যাবে ট্রেন

পদ্মা সেতু হয়ে আজ ভাঙ্গা যাবে ট্রেন

বহুল কাঙ্ক্ষিত পদ্মা বহুমুখী সেতুতে সড়ক ও রেল একইসঙ্গে চলাচলের কথা ছিল। কিন্তু সেতুর সড়ক অংশ চালু হলেও উদ্বোধন হয়নি রেল চলাচল। তবে আগামী ১০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের ঘোষণা দেওয়া হয়েছে পদ্মা সেতু দিয়ে রেল চলাচলের। এতে করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ আরও সহজ হবে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা রেলওয়ে স্টেশন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে যাচ্ছে একটি পরীক্ষামূলক ট্রেন।


ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ১০ স্টেশনের মধ্যে প্রথম দিনেই চালু হচ্ছে পাঁচ স্টেশন। এতে অটো সিগনাল পদ্ধতিতে আধুনিক রেল নেটওয়ার্কের নতুন মাইলফলক রচিত হতে যাচ্ছে।

৭ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
এর আগে বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের ভাঙ্গা থেকে আটটি বগি নিয়ে বিশেষ একটি ট্রেন পদ্মা সেতু অতিক্রম করে। মুন্সীগঞ্জের মাওয়া এবং নিমতলা স্টেশনে করা হয় যাত্রা বিরতি। এরপর রাত পৌনে ৮টায় রাজধানীর কমলাপুর রেল স্টেশনে পৌঁছায় শীতাতপ সুবিধা সম্বলিত ট্রেনটি।




আপনার মূল্যবান মতামত দিন:


Top