কৃষকের ৪০ শতাংশ জমির ধান কেটে দিলেন ছাত্রলীগ নেতাকর্মীরা

বাংলা রিপোর্ট | প্রকাশিত: ১ মে ২০২৩ ০৬:২৯

কৃষকের ৪০ শতাংশ জমির ধান কেটে দিলেন ছাত্রলীগ নেতাকর্মীরা

ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের কৃষক নাহিদের ৪০ শতাংশ জমির পাকা ইরি ধান কেটে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে অর্থের কারণে শ্রমিক সংকটে থাকা কৃষক নাহিদের মুখে হাসি ফুটেছে।

শনিবার (২৯ এপ্রিল) সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি শামীম ফেরদৌস অপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ধানগুলো কেটে দেন।

কৃষক নাহিদ বলেন, ‘অর্থনৈতিক সমস্যার কারণে শ্রমিকদের মজুরি এবার বাড়তি। আবার বাইরে থেকে শ্রমিক কম আসায় সংকট রয়েছে। ঝড়বৃষ্টির শঙ্কায় জমির পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা জমির ধানগুলো কেটে আমার অনেক উপকার করেছেন। তাদের এমন কাজে ভীষণ খুশি আমি।’ ছাত্রলীগ নেতা শামীম অপি বলেন, ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনা অনুযায়ী পাকা ধান কেটে কৃষকের ঘরে তুলে দিচ্ছে আমাদের নেতাকর্মীরা।

সহযোগিতা হচ্ছে কৃষকদের। বাংলাদেশ ছাত্রলীগ দেশের যেকোন দুর্যোগ, দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। আগামীতেও আমরা সাধারণ মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ।




আপনার মূল্যবান মতামত দিন:


Top