ছবিয়াল সাদিকের আজ জন্মদিন

একজন সাদিক খান
(আলোকচিত্রী, স্যোশাল এক্টিভিস্ট)
আজ ২০ আষাঢ়, ৪ জুলাই তার জন্মদিন।
ছবি তোলা যার মূল নেশা তবে পেশা নয়। ছুটে চলেন বনে বাদারে, গ্রামের আনাচে-কানাচেতে এবং শহরের অলিগলিতে। ‘ব্যাটারিগলি’ কিংবা ‘পুইন্নার পুল’ এমন কোন যায়গা নেই যার পদচিহ্ন সেখানে পড়েনি!
জন্মস্থান জামালপুর, তবে জীবনের সোনালী সময় পার করেছেন ময়মনসিংহতে। ঢাকার নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ হলেও মন টানেনি। প্রকৃতিকে পছন্দ করে চলে গিয়েছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। ‘আঁতুড়ঘর’ থেকেই পড়াশোনা ও ফটোগ্রাফি একসঙ্গে চালিয়ে গিয়েছেন।
জন্মদিনে তাকে শ্রদ্ধার সাথে শুভেচ্ছা জানিয়েছেন তারই স্নেহের অনুজ সিফাত রাব্বানী।
এই বিভাগের জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: