বাগ-বিতণ্ডা থামাতে গিয়ে ছুরিকাঘাতের শিকার ছাত্রলীগ নেতা

বাগ-বিতণ্ডা থামাতে গিয়ে ছুরিকাঘাতের শিকার ছাত্রলীগ নেতা


ঠাকুরগাঁও শহরে প্রতিমা বিসর্জনের আগে দুই পক্ষের বাগ-বিতণ্ডা থামাতে গিয়ে ছুরিকাঘাতের শিকার হয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের এক নেতা। আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে শহরের রিভারভিউ উচ্চ বিদ্যালয় চত্বরে এ ঘটনা ঘটে।

আহত ওই ছাত্রলীগ নেতার নাম রয়েল বড়ুয়া (২৮)। তিনি ঠাকুরগাঁও শহরের মুন্সিপাড়া এলাকার প্রয়াত মুকুল বড়ুয়ার ছেলে এবং ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি বলেন, ‘হিন্দু ধর্মাবলম্বীরা প্রতিমা বিসর্জন দিতে শহরের রিভারভিউ উচ্চ বিদ্যালয় চত্বরে জড়ো হন। সেখানে দুপক্ষের বাগ-বিতণ্ডা শুরু হয়। তাদের থামাতে গেলে ছুরিকাঘাতের শিকার হন ওই ছাত্রলীগ নেতা। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।’



হাসপাতালের চিকিৎসক শাহরিয়ার সুজন বলেন, ‘রয়েল বড়ুয়ার বুকের বাম পাশে ধারাল কিছু দিয়ে আঘাত করা হয়েছে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালের নিয়ে আসার পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

ওসি তানভিরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রিয়াজ (১৭) নামে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনা তদন্ত করা হচ্ছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’




আপনার মূল্যবান মতামত দিন:


Top