94

04/20/2024 স্থায়ী সনদ পেল অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়

স্থায়ী সনদ পেল অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়

বাংলা রিপোর্ট

১৫ অক্টোবর ২০২১ ০৫:২৯

স্থায়ীভাবে স্থাপন ও পরিচালনার সনদ পেয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ গত ১১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লিয়াকত সিকদারকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে।

চিঠিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মতামত অনুযায়ী এ সনদ দেওয়া হলো।

রাজধানীতে ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয় অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ২০১৭ সাল থেকে উত্তরায় নিজস্ব ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম চলছে।

বর্তমানে দেশে ১০৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। এর মধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী সনদ আছে। নিয়মানুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয়কে প্রথমে সাময়িক অনুমোদন দেওয়া হয়। পরে নির্ধারিত শর্ত পূরণ করলে স্থায়ী সনদ দেওয়া হয়।

সম্পাদক:
যোগাযোগ: ৩২/২, প্রিতম জামান টাওয়ার, (১১ তলা), পুরানা পল্টন, ঢাকা - ১০০০
মোবাইল: +৮৮ ০১৭৮৭ ৩১৫ ৯১৬
ইমেইল: infobanglareport@gmail.com