679

01/28/2026 প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলিং করেন নড়াইলের জুলাইযোদ্ধা রাব্বি

প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলিং করেন নড়াইলের জুলাইযোদ্ধা রাব্বি

নিজস্ব প্রতিবেদক

২৮ জানুয়ারী ২০২৬ ১৫:৩১

* রয়েছে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগ
* দাবি করেন অর্থ, উপঢৌকন
* ছেড়ে যেতে চাইলে দেন হুমকি-ভয়ভীতি


নড়াইল প্রতিনিধি

ডজনখানেক নারীকে ফেসবুকে প্রতারণার ফাঁদে ফেলে হয়রানি ও প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় চরিত্র হননের হুমকি প্রদান করেছেন নড়াইলের সিঙ্গাশোলপুর ইউনিয়নের জুলাই আন্দোলনকারী আরিফুল হাসান রাব্বি। তিনি সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য। এছাড়াও প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলিং করে একাধিক নারীর কাছে অর্থ ও উপঢৌকন দাবিও করেছেন তিনি।

ঘটনার অনুসন্ধানে দেখা গেছে, অভিযুক্ত রাব্বি সাম্প্রতিক সময়ে অন্তত ডজনখানেক মেয়েকে প্রেমের প্রস্তাবসহ নানা ধরনের কুপ্রস্তাব দিয়েছেন। কিছু কিছু মেয়েকে নিজ ফেসবুক আইডি থেকে প্রেমের প্রস্তাব দেন তিনি। ভুক্তভোগী কয়েকজন মেয়ে প্রতিবেদকের নিকট এসব স্ক্রিনশট সরবরাহ করেছেন। এর মধ্যে একাধিক মেয়ে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাদের সামাজিকভাবে হেনস্তা ও চরিত্র হননের হুমকি দিয়েছেন অভিযুক্ত রাব্বি। হুমকি সংক্রান্ত একাধিক মেসেঞ্জার চ্যাটিংয়ের স্ক্রিনশট প্রতিবেদকের হাতে সংরক্ষিত রয়েছে। এর মধ্যে ভুক্তভোগী এক মেয়ের সাথে রাব্বির চ্যাটিংয়ের স্ক্রিনশট বিশ্লেষণ করে দেখা যায়, রাব্বি ভুক্তভোগী এক মেয়ের নিকট প্রেমের সম্পর্কের দোহাই দিয়ে টাকা দাবি করছেন অভিযুক্ত রাব্বি। এছাড়াও বিভিন্ন পণ্য কিনে দেওয়ার জন্য চাপ দিতেও দেখা গেছে আরেক ভুক্তভোগী মেয়ের সাথে করা মেসেজিংয়ে।

এদিকে রাব্বির সাথে আরেকটি মেয়ের ফাঁস হওয়া চ্যাটিংয়ে দেখা যায়, মেয়েটিকে নিজের বাসায় একান্তে ডাকছেন অভিযুক্ত রাব্বি। সেখানে মেয়েটির সাথে অশ্লীল কথাও বলতে দেখা যায় রাব্বিকে।
ভুক্তভোগী কয়েকজন মেয়ে জানান, রাব্বি সবসময় একইসাথে ৪-৫ টা মেয়ের সাথে প্রেমের সম্পর্ক রাখে। এটা না জেনেই তারা ভুল করে রাব্বির সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। পরবর্তীতে সম্পর্ক ছিন্ন করতে চাইলেই বিভিন্নভাবে তাদের ব্ল্যাকমেইলিং করছেন অভিযুক্ত রাব্বি।

এ বিষয়ে ভুক্তভোগী এক মেয়ে চম্পা (ছদ্মনাম) বলেন, আমাকে ভুলিয়ে ভালিয়ে রাব্বি প্রেমের ফাঁদে ফেলে। পরে জানতে পারি সে একাধিক নারীর সাথে প্রেমের সম্পর্কে রয়েছে। এছাড়াও সে কয়েকটি মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করেছে বলেও জানতে পারি আমি। তারপর কোনোমতে নিজেকে বাঁচিয়ে সরে এসেছি তার থেকে। এখন সে আমাকে ব্ল্যাকমেইলিং করে যাচ্ছে। তার থেকে বাঁচতে হয়ত আমাকে আত্মহত্যা করতে হবে৷

ভুক্তভোগী আরেক মেয়ে ঝর্না (ছদ্মনাম) বলেন, আমাকে প্রেমের ফাঁদে ফেলে রাব্বি নিয়মিত টাকা চায়। পরে দেখতে পাই সে অন্য মেয়ে নিয়ে একটি বাসায় ঢুকছে। তখন থেকেই আমি সতর্ক হয়ে গেছি।
এ ধরনের চরিত্রহীনদের মুখোশ উন্মোচন করা দরকার। কিন্তু মানসম্মানের ভয়ে আমরা কোথাও বিচার চাইতে পারছিনা৷

এসব অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত আরিফুল হাসান রাব্বির মুঠোফোন নাম্বারে যোগাযোগ করা হয়। অভিযোগের বিষয়ে তিনি বলেন, আমি এমন কিছু করিনি। যদি আপনার নিকট কেউ এমন অভিযোগ করে, তাহলে সেই মেয়েকে নিয়ে আসেন। সামনাসামনি কথা বলি। আসলে জুলাই আন্দোলন করার কারণে ছাত্রলীগের অনেকে আমার শত্রু আছে। তারা আমার আইডি হ্যাক করে অনেক কিছু করেছে। উল্টাপাল্টা পোস্ট করেছে।

এসময় অভিযুক্ত রাব্বি কর্তৃক কয়েকজন মেয়েকে পাঠানো আপত্তিকর অডিও রেকর্ড প্রতিবেদকের হাতে সংরক্ষিত আছে জানালে তিনি কৌশলে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, যে মেয়েকে অডিও দিয়েছি, সে সামনে এসে বলুক। কিন্তু আমার জানামতে কাউকে অডিও দেইনি।

সম্পাদক:
যোগাযোগ: ৩২/২, প্রিতম জামান টাওয়ার, (১১ তলা), পুরানা পল্টন, ঢাকা - ১০০০
মোবাইল: +৮৮ ০১৭৮৭ ৩১৫ ৯১৬
ইমেইল: infobanglareport@gmail.com