12/23/2025 প্রয়াত অবিদিও মার্ডির মেয়ের পাশে বিসিএস ৩৮তম ব্যাচ
নিজস্ব প্রতিবেদক
২৩ ডিসেম্বর ২০২৫ ১৬:৩১
মৃত্যু মানুষকে পৃথিবী থেকে সরিয়ে দেয়, কিন্তু সহকর্মীদের অন্তরের বাঁধন কি ছিঁড়তে পারে? পারে না। তারই এক উজ্জ্বল ও মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন বিসিএস ৩৮তম ব্যাচের কর্মকর্তারা। প্রয়াত অগ্রজ সহকর্মী, বিসিএস ২৭তম ব্যাচের কর্মকর্তা অবিদিও মার্ডির এতিম সন্তানের ভবিষ্যতের কথা ভেবে মমতার হাত বাড়িয়ে দিয়েছেন তাঁরা।
আজ সোমবার দিনাজপুর জেলা প্রশাসকের বাংলোতে এক আবেগঘন পরিবেশে প্রয়াত অবিদিও মার্ডির মেয়ের নামে ৪ লক্ষ টাকার একটি এফডিআর (FDR)-এর দলিল পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ৩৮তম ব্যাচের পক্ষ থেকে এই ভালোবাসার উপহারটি তুলে দেন দিনাজপুরের জেলা প্রশাসক। একইসাথে প্রয়াত কর্মকর্তার মায়ের চিকিৎসার জন্য আরও ৫০ হাজার টাকা হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানানো হয়।
ঘটনার প্রেক্ষাপট ২০১৪ সালের ১১ জানুয়ারি। এক নির্মম সন্ধ্যায় স্তব্ধ হয়ে গিয়েছিল ২৭তম ব্যাচের চৌকস কর্মকর্তা অবিদিও মার্ডির জীবনপ্রদীপ। তিনি তখন গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। সেদিন সন্ধ্যায় নিজ বাড়ি নওগাঁর ধামুরহাট থেকে কর্মস্থলে ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সহকর্মীরা ভোলেননি তাঁকে। জুনিয়র হয়েও ৩৮তম ব্যাচের এই উদ্যোগ প্রমাণ করে, সিভিল সার্ভিস কেবল দাপ্তরিক সম্পর্কের নাম নয়, এটি একটি বৃহৎ পরিবার। যেখানে একজন সহকর্মীর অবর্তমানে তাঁর সন্তানের ছায়া হয়ে দাঁড়ান অন্য সহকর্মীরা।
টাকার অঙ্কে হয়তো বাবার অভাব পূরণ করা সম্ভব নয়, কিন্তু ৩৮তম ব্যাচের এই উদ্যোগ প্রয়াত অবিদিও মার্ডির পরিবারকে এই বার্তাই দিল—‘আপনারা একা নন, আমরা পাশে আছি।’