677

12/04/2025 জবি ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে কেন্দ্রীয় সংসদের সঙ্গে বর্ধিত সভা

জবি ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে কেন্দ্রীয় সংসদের সঙ্গে বর্ধিত সভা

জবি প্রতিনিধি

২ ডিসেম্বর ২০২৫ ২২:৪৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান ও গতিশীল করার লক্ষ্যে কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক জরুরি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ জবি ছাত্রদলের সাংগঠনিক ভিত মজবুত করতে নেতাকর্মীদের বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন। গত শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনের ভাসানী ভবনের ২য় তলায় এই সভা অনুষ্ঠিত হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেলের সভাপতিত্বে এবং সদস্য সচিব সামসুল আরেফিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুম ও সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান।

বর্ধিত সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ জবি ছাত্রদলের প্রতিটি কার্যক্রম পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন। সংগঠনের গতি বাড়াতে এবং আগামী দিনের কর্মসূচি ও কর্মকৌশল নির্ধারণে নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও দিকনির্দেশনা প্রদান করেন। নেতারা এসময় রাজপথে সক্রিয় থেকে সংগঠনের ঐক্য ও শক্তি বৃদ্ধির ওপর জোর দেন।

সভায় জবি ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাফর আহমেদ, সুমন সরদার, মোস্তাফিজ রুমি, মোঃ শাহরিয়ার হোসেন ও মাহমুদুল হাসান খান,কাজী রফিক, রবিউল আওয়াল,সাখাওয়াত ইসলাম খান পরাগ সহ অন্যান্য যুগ্ম আহবায়ক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার প্রায় হাজার খানেক নেতাকর্মী উপস্থিত থেকে রাজপথে সংগঠনের ভিত মজবুত করার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পাদক:
যোগাযোগ: ৩২/২, প্রিতম জামান টাওয়ার, (১১ তলা), পুরানা পল্টন, ঢাকা - ১০০০
মোবাইল: +৮৮ ০১৭৮৭ ৩১৫ ৯১৬
ইমেইল: infobanglareport@gmail.com