04/04/2025 সম্মিলিত ইফতার আয়োজন করলেন জবিয়ান ব্যাংকার্স
নিজস্ব প্রতিবেদক
২২ মার্চ ২০২৪ ০০:২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সর্ববৃহৎ প্রফেশনাল প্ল্যাটফর্ম জবিয়ান ব্যাংকার্স এর ব্যানারে বিভিন্ন ব্যাংকে কর্মরত প্রায় দেড় শতাধিক ব্যাংকারদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ২১ মার্চ এই ইফতার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক জনাব আবু জাফর মজুমদার, যুগ্ম পরিচালক দিলীপ দাস,যুগ্ম-পরিচালক শফিকুল ইসলাম,জনতা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো: ইয়াসিন,জনতা ব্যাংকের সিনিয়র অফিসার অনিক নন্দী, অগ্রনী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মাহমুদুল হাসান সবুজ, মুখলেসুর রহমান সাপু, পূবালী ব্যাংকের হারুনর রশীদ, এবি ব্যাংকের রাজ্জাক, স্ট্যান্ডার্ড ব্যাংকের আশরাফুল ইসলাম সায়ন্ত, সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার হাবিবুর রহমান, সিনিয়র অফিসার ফকর উদ্দীন মানিক, ডাচ বাংলা ব্যাংকের নুরুল ইসলাম,বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার জাহাঙ্গীর বাপ্পী, জিনিয়া আজাদ এবং ওয়ান ব্যাংকের আইসিস হেড মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ আরও অনেকে।
অনুষ্ঠিত ইফতার প্রোগ্রামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই প্ল্যাটফর্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ আলোচনা হয়।