609

04/11/2025 ১৫ কোটি টাকার জমি উদ্ধার করলেন ঢাকা জেলা প্রশাসন

১৫ কোটি টাকার জমি উদ্ধার করলেন ঢাকা জেলা প্রশাসন

শাহ আলম,জ্যেষ্ঠ প্রতিবেদক

৩ জানুয়ারী ২০২৪ ১৪:৩৪

ঢাকার লালবাগে হাজারীবাগ মৌজার ১ তলা টিনশেড বাড়ি জমিসহ প্রায় ১৫ কোটি টাকা মূল্যের ১২ শতক সরকারি জমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন।
মঙ্গলবার (২ জানুয়ারী ) ঢাকার জেলা প্রশাসক আনিসুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিকের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার নাজমুল হুসাইন।

অবৈধভাবে নির্মিত হাজারীবাগ মৌজার অর্পিত সম্পত্তি ইপি কেস নং-৯১৫/৬০ এর এস.এ-৩৪২৩ নং দাগে ১১.৯২ শতাংশ পাকা টিনশেড বাড়ি হতে পঁচিশ (২৫) জন অবৈধ দখলদারকে তারিখে উচ্ছেদ করেন।

এ ব্যাপারে জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, জেলা প্রশাসন ঢাকার চলমান ‘ক’ তালিকাভুক্ত সরকারি সম্পত্তি উদ্ধার অভিযানের অংশ হিসেবে গতকাল হাজারীবাগ মৌজার অর্পিত অভিযান পরিচালনা করা হয়।পর্যায়ক্রমে সরকারি সব জমি অবৈধ দখল হতে উদ্ধার করা হবে।

এ সময় জেলা প্রশাসনের পক্ষে সরকারি দখল সংক্রান্ত সাইনবোর্ড স্থাপন করা হয়। অভিযান পরিচালনার সময় শিবপুর ভূমি অফিসের ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন, লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার মোঃ আতাউর রহমানসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

সম্পাদক:
যোগাযোগ: ৩২/২, প্রিতম জামান টাওয়ার, (১১ তলা), পুরানা পল্টন, ঢাকা - ১০০০
মোবাইল: +৮৮ ০১৭৮৭ ৩১৫ ৯১৬
ইমেইল: infobanglareport@gmail.com