581

04/19/2025 নাশকতার মামলা দ্রুত নিষ্পত্তিতে প্রধান বিচারপতিকে অনুরোধ

নাশকতার মামলা দ্রুত নিষ্পত্তিতে প্রধান বিচারপতিকে অনুরোধ

বাংলা রিপোর্ট

২২ অক্টোবর ২০২৩ ২২:৩৩

ঢাকা: নাশকতার মামলাসহ পুরোনো সব মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের প্রতি অনুরোধ করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

রোববার (২২ অক্টোবর) নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

অ্যাটর্নি জেনারেল বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা, অগ্নিসন্ত্রাসের ঘটনায় নাশকতার মামলাসহ পুরোনো সব মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিতে প্রধান বিচারপতিকে অনুরোধ করেছি।

তিনি বলেন, প্রধান বিচারপতিকে সংবর্ধনার দিনে সিভিল, ক্রিমিনাল ও রিট সংক্রান্ত যত পুরোনো মামলা আছে সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করতে অনুরোধ করেছি।

তিনি বলেন, কয়েক দিন আগে প্রধান বিচারপতি আমাদের নিয়ে বসেছিলেন, সেদিনও পুরোনো মামলা নিষ্পত্তির কথা বলেছি। গতকাল প্রধানমন্ত্রী নাশকতার মামলার দ্রুত নিষ্পত্তির কথা বলেছেন। আমি আবারও প্রধান বিচারপতিকে অনুরোধ করবো সব পুরোনো মামলা দ্রুত নিষ্পত্তি করতে।

বিজ্ঞাপন
এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে আদালতে সাক্ষী হাজির নিশ্চিত করতে পাবলিক প্রসিকিউটরদেরও (পিপি) পদক্ষেপ গ্রহণ করতে হবে।

 

সম্পাদক:
যোগাযোগ: ৩২/২, প্রিতম জামান টাওয়ার, (১১ তলা), পুরানা পল্টন, ঢাকা - ১০০০
মোবাইল: +৮৮ ০১৭৮৭ ৩১৫ ৯১৬
ইমেইল: infobanglareport@gmail.com