548

05/17/2024 আসন্ন নির্বাচনে অংশ নিতে বেশিরভাগ দলই প্রস্তুত: সালমান এফ রহমান

আসন্ন নির্বাচনে অংশ নিতে বেশিরভাগ দলই প্রস্তুত: সালমান এফ রহমান

বাংলা রিপোর্ট

২৮ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৩১

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেন, ‘নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে। কেউ অংশগ্রহণ না করলে নির্বাচন থেমে থাকবে না। আসন্ন নির্বাচনে অংশ নিতে বেশিরভাগ দলই প্রস্তুত।’ 

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ঢাকার নবাবগঞ্জে নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আগামী দ্বাদশ নির্বাচন উপলক্ষে কেন্দ্রভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় ও কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, ‘বিদেশিদের একটাই চাওয়া— তা হচ্ছে, বাংলাদেশে আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হোক। তাদের চাওয়া এবং সরকারের চাওয়া এক। বর্তমান সরকারও অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধ পরিকর৷’

তিনি বলেন, ‘প্রধান বিরোধী দল বলেছে, তারা নির্বাচন হতে দেবে না। যুক্তরাষ্ট্র বলেছে, যারা নির্বাচন বাধাগ্রস্ত করবে, তাদের বিধিনিষেধ দেবে।’

এ সময় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা শুধু আওয়ামী লীগের কাছে নয়, যারা নিরপেক্ষ মানুষ আছে, তাদের কাছেও পৌঁছাতে হবে। এমনকি যারা আওয়ামী লীগকে ভোট দেবে না, তাদের কাছেও যেতে হবে।’ দেশের উন্নয়নের নানা চিত্র সবার কাছে তুলে ধরে নৌকার জন্য ভোট চাওয়ার নির্দেশ দেন তিনি।

বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইলে এবং সব ভোটারের কাছে যেতে পারলে, নৌকার জয় নিশ্চিত জানিয়ে আগামী নির্বাচনে করণীয় সম্পর্কে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন সালমান এফ রহমান।

বর্তমান সরকারের গত প্রায় ১৫ বছরে দেশের উন্নয়নের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘দেশের প্রতিটি ঘরে ঘরে সরকার বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। দেশ আজ  ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে পরিণত হয়েছে। তাই সময়ের সঙ্গে সঙ্গে আমাদেরও এগিয়ে যেতে হবে।’

সম্পাদক:
যোগাযোগ: ৩২/২, প্রিতম জামান টাওয়ার, (১১ তলা), পুরানা পল্টন, ঢাকা - ১০০০
মোবাইল: +৮৮ ০১৭৮৭ ৩১৫ ৯১৬
ইমেইল: infobanglareport@gmail.com