461

04/19/2025 শেখ হাসিনা অর্থনৈতিক মুক্তির রোল মডেল : রিপন

শেখ হাসিনা অর্থনৈতিক মুক্তির রোল মডেল : রিপন

নিজস্ব প্রতিবেদক

২৬ জুন ২০২৩ ১৮:০৮

বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিটি অবদানের তথ্য সারাদেশে ছড়িয়ে দিতে হবে। বাংলাদেশকে একটি প্রকৃত কল্যাণমুখী রাষ্ট্রে রূপান্তরিত করার জন্য বঙ্গবন্ধু কন্যার সব অবদান সবাইকে জানাতে হবে ।

ঢাকা-০৫ আসনের অন্তর্গত ডেমরা থানার ৬৬নং ওয়ার্ডের ডগাইর বাজারের রুস্তম আলী স্কুলে এক সাংগঠনিক কর্মশালায় এ  কথা বলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন।

এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের ভৌগোলিক মুক্তির রোল মডেল, আর তাঁর কন্যা শেখ হাসিনা অর্থনৈতিক মুক্তির রোল মডেল।

শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতায় গত ১৩ বছরে বাংলাদেশ উন্নয়ন অগ্রগতির সব সূচকে যুগান্তকারী মাইলফলক স্পর্শ করেছে।জনগণের আস্থা ও সমর্থন নিয়ে শেখ হাসিনার সরকার সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করে চলেছেন। সব ক্ষেত্রে উন্নয়নের মাইলফলক স্পর্শ করেছেন।
এসময় ডেমরা থানা আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ,মহিলা আওয়ামী লীগ,তাঁতী লীগ, মৎস্যজীবী লীগ ও শ্রমিকলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক কর্মশালা উপস্থিত ছিলেন।

সম্পাদক:
যোগাযোগ: ৩২/২, প্রিতম জামান টাওয়ার, (১১ তলা), পুরানা পল্টন, ঢাকা - ১০০০
মোবাইল: +৮৮ ০১৭৮৭ ৩১৫ ৯১৬
ইমেইল: infobanglareport@gmail.com