04/19/2025 ৪০ বছর পর বাড়ি বুঝে পেলেন বীর মুক্তিযোদ্ধা
শাহ আলম,জ্যেষ্ঠ প্রতিবেদক
২৬ জুন ২০২৩ ১৭:১৩
ঢাকা জেলার সূত্রাপুরে ৮ শতক জমির ওপর অবস্থিত রিকুইজিশনকৃত বাড়ি দীর্ঘদিনের অবৈধ দখল হতে উদ্ধার করা হয়েছে। একটি সংঘবদ্ধ চক্র সরকারের রিকুইজিশনকৃত এ বাড়ি দখল করে রেখেছিল। মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী উদ্ধারের পর বাড়িটি প্রকৃত মালিক বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে।
কোতয়ালী রাজস্ব সার্কেলের সুত্রাপুর থানার ১ নর্থব্রুক হল রোডের ৮ শতক আয়তনের জমিসহ বাড়ি উদ্ধার করা হয় রোববার দুপুর ১ টায়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ আজ দীর্ঘদিন অবৈধ দখলে থাকা সম্পত্তিটি উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজের নিকট হস্তান্তর করেন। নিজ বাড়ি বুঝে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আবদুল আজিজ। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি জানান, মহামান্য সুপ্রিম কোর্টের রায় নিয়েও দীর্ঘকাল নিজ বাড়ির দখল বুঝে পাচ্ছিলেন না তিনি। অবশেষে নিজ অধিকার বুঝে পেয়ে তিনি অত্যন্ত সন্তুষ্ট। তিনি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
বাড়িটি উদ্ধারের পর এলাকার মুক্তিযোদ্ধাগণসহ সর্বস্তরের জনগণ সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।