419

04/20/2024 বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

বাংলা রিপোর্ট

২৫ এপ্রিল ২০২৩ ০৪:৫১

ময়মনসিংহের গফরগাঁও উপজেলাধীন টাংগাব ইউনিয়নে " রক্ত দিন, জীবন বাঁচান" স্লোগানকে সামনে রেখে খাঁ বাড়ি এলাইন্স (কেবিএ) বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন আয়োজন করে। এসময় দুইশতের অধিক স্যাম্পলের গ্রুপ নির্ণয় করা হয়। সাতক্ষীরা মেডিকেল কলেজের এমবিবিএস ১ম বর্ষের ছাত্র সাব্বির আহমেদ সাকিব, ইশা খাঁ ডেন্টাল এইড এর স্বত্ত্বাধিকারী ডেন্টিস্ট: ফয়েজ বরকতুল্লাহ খান এর সরাসরি তত্বাবধানে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

কেবিএ এর প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার রুহুল আমীন খান বলেন-" রক্তের গ্রুপ জানা অত্যন্ত জরুরি। কারণ যেকোনো দূর্ঘটনায় এর প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তাই আমরা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের উদ্যোগ নিয়েছি। এছাড়াও বিভিন্ন সামাজিক সচেতনতা ও সেবামূলক কাজে কেবিএ নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করে যাচ্ছে"
কেবিএ এর প্রধান সমন্বয়ক- কাওছার খান জানান, "সামাজিক সচেতনতা বাড়াতে আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও আমরা সামাজিক বিভিন্ন কাজের ধারাবাহিকতা বজায় রাখবো"

উক্ত ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্যে ১৫ নং টাংগাব ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোফাজ্জল হোসেন সাগর বলেন-
"নিঃসন্দেহে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন একটি ভালো উদ্যোগ। কেবিএ কে ধন্যবাদ জানাই এমন একটি সুন্দর কাজ পরিচালনা করার জন্য। পাশাপাশি ভবিষ্যতে তাদের সকল সামাজিক কাজে আমি পাশে থাকবো"

এসময় আরো উপস্থিত ছিলেন- স্থানীয় ইউপি সদস্য জিয়াউর রহমান, সিদ্দিক বিএসসি -সদস্য গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি খলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আলম, আলতাফ হোসেন মন্ডল, ৮ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মোঃ আওয়াল ও যুবলীগ নেতা- এমদাদুল হক।

ক্যাম্পেইনটি সফল করতে সার্বিক ভাবে সহোযোগিতা করেছেন - ফরিদ খান, শিহাব খান, শান্ত খান, রাসেল মিয়া, লায়লা খানম, হাফসা খানম, তামান্না খানম, রাকিব খান, মাহিন খান, শাফায়াত খান, তাহমিদ খান,কামরুজ্জামান, রিয়ান খান, আক্তার হোসেন, তামিম সহ আরো অনেকে।

সম্পাদক:
যোগাযোগ: ৩২/২, প্রিতম জামান টাওয়ার, (১১ তলা), পুরানা পল্টন, ঢাকা - ১০০০
মোবাইল: +৮৮ ০১৭৮৭ ৩১৫ ৯১৬
ইমেইল: infobanglareport@gmail.com