04/19/2025 ব্যারিস্টার হলেন মুনির চৌধুরীর ছেলে নাবিল চৌধুরী
শাহ আলম,জ্যেষ্ঠ প্রতিবেদক
১০ মার্চ ২০২৩ ১৪:১৬
মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরীর একমাত্র ছেলে নাবিল চৌধুরী আইন শিক্ষার মর্যাদাপূর্ণ ডিগ্রি ব্যারিস্টার- বার প্রফেশনাল ট্রেনিং কোর্স (বিপিটিসি) ল ডিগ্রি অর্জন করেছেন।
ব্যারিস্টার নাবিল চৌধুরীর বাড়ী মাদারীপুর শিবচরে। তাঁর বাবা বাংলাদেশের স্বনামধন্য রাজনীতিবিদ ও জেলা পরিষদের চেয়ারম্যান।
তিনি বিএফ শাহীন কলেজ থেকে প্রথম বিভাগে এইচএসসি পাস করেন। এরপর তিনি এলএলবি অনার্স অর্জন করেছেন ইউনিভার্সিটি অফ লন্ডন এবং এলএলএম ডিগ্রি অর্জন করেছেন বিপিপি ইউনিভার্সিটি লণ্ডন থেকে।
তার এ অর্জনে অভিনন্দন জানিয়েছেন বন্ধু বান্ধব ও শুভাকাঙ্কীরা। এর পাশাপাশি ফেসবুকে ছবি পোস্ট করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শুভেচ্ছা জানাচ্ছেন।
অপরদিকে নাবিল চৌধুরীর ব্যারিস্টার ডিগ্রি অর্জনে তার পরিবারে খুশির আমেজ বিরাজ করছে।
মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী বলেন, বাবা হিসেবে আমি খুবই আনন্দিত। আমার ছেলে শুধু শিক্ষায় নয়, মানবিক মানুষ করারও চেষ্টা করেছি। আমি মনে করি, আমি একজন সফল ও ভাগ্যবান মানুষ।