292

04/20/2024 নির্বাচনকালীন আইজিপির দায়িত্বে রাখা হতে পারে চৌধুরী মামুনকে

নির্বাচনকালীন আইজিপির দায়িত্বে রাখা হতে পারে চৌধুরী মামুনকে

নিজস্ব প্রতিবেদক

৯ জানুয়ারী ২০২৩ ২৩:০৭

পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) কে হচ্ছেন, তা নিয়ে বেশ কয়েক দিন ধরে চলছে গুঞ্জন। ৩২তম আইজিপি পদে যিনি নিয়োগ পাবেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে-পরে দেশের আইনশৃঙ্খলা সামলাতে হবে তাকেই। তাই বরাবরের গুরুত্বপূর্ণ এ পদটি এবার আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে নতুন আইজিপি হওয়ার দৌড়ে আলোচনায় তিন কর্মকর্তার নাম থাকলেও পুলিশ সদর দপ্তর আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, এ পদে বর্তমান আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের ওপরই ভরসা রাখা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে সিদ্ধান্ত না বদলালে তিনিই হচ্ছেন ৩২তম পুলিশপ্রধান। চুক্তিভিত্তিক তার চাকরির মেয়াদ বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে। দেড় বছরের জন্য তার চাকরির মেয়াদ বাড়ানো হতে পারে।

সূত্র জানায়, পুলিশের বর্তমান মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চাকরির মেয়াদ ১১ জানুয়ারি শেষ হচ্ছে। এরপর নিয়ম অনুযায়ী তার অবসর

প্রস্তুতিকালীন ছুটিতে যাওয়ার কথা। তবে সবকিছু ঠিকঠাক থাকলে দেশে পুলিশপ্রধান পদে এই প্রথম চুক্তিভিত্তিক নিয়োগ পাচ্ছেন তিনি। আজকালের মধ্যেই এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানায়, বর্তমান আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনই পরবর্তী আইজিপি হিসেবে থাকছেন—এটা মোটামুটি ঠিকঠাক থাকলেও প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কোনো কিছুই নিশ্চিত নয়। তাকে এক বছরের বেশি সময় পর্যন্ত চুক্তিতে রাখা হলে তার মেয়াদেই হবে জাতীয় নির্বাচন। চুক্তির মেয়াদ এর কম হলে তখন ভিন্ন চিন্তা। এ জন্যই প্রজ্ঞাপন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদিও তার চাকরির মেয়াদ দেড় বছরের জন্য বাড়ানো হতে পারে বলে আলোচনা রয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছিলেন পুলিশ ক্যাডারের অষ্টম ব্যাচের কর্মকর্তা মামুন। ১১ জানুয়ারি সরকারি চাকরিতে তার বয়স শেষ হবে। এ জন্য পরবর্তী আইজিপি পদে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম ও অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) প্রধান অতিরিক্ত আইজিপি রুহুল আমিনের নামও জোরেশোরে আলোচনায় ছিল। এই তিন কর্মকর্তাই বাহিনীতে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আইজিপি পদে দায়িত্ব পালনের আগে র‌্যাবের মহাপরিচালকের দায়িত্বও পালন করেছেন। এ ছাড়া তিনি সিআইডি প্রধান, পুলিশ সদর দপ্তরের ডিআইজি (প্রশাসন), ঢাকা রেঞ্জের ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজিসহ পুলিশের নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

সম্পাদক:
যোগাযোগ: ৩২/২, প্রিতম জামান টাওয়ার, (১১ তলা), পুরানা পল্টন, ঢাকা - ১০০০
মোবাইল: +৮৮ ০১৭৮৭ ৩১৫ ৯১৬
ইমেইল: infobanglareport@gmail.com