04/12/2025 রচনা প্রতিযোগিতায় প্রথম হলেন নবম শ্রেণীর সুমাইয়া
নিজস্ব প্রতিবেদক
২৪ নভেম্বর ২০২১ ২০:২৮
শিশু-কিশোরদের মাঝে জাতীয় শোক দিবসের শোককে শক্তিতে পরিণত করতে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করেছে জামালপুর দেওয়ানগঞ্জের উপজেলা সরকারি গ্রন্থাগার।
এসময় উপস্থিত ছিলেন, কামরুন্নাহার শেফা উপজেলা নিবাহী অফিসার দেওয়ানগঞ্জ ,মো মেহেরুল্লাহ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার
জাতীয় শোক দিবস ও ১৫ আগষ্টের সেই ভয়াবহতাকে স্মরণে রেখে এই রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয়।
রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে সুমাইয়া খন্দকার তামান্না। এসময় তাকে উপহার হিসেবে সার্টিফিকেট ও বই প্রদান করা হয়।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল করা হয়।