160

04/24/2024 জবির সহকারী অধ্যাপককে হত্যার হুমকি

জবির সহকারী অধ্যাপককে হত্যার হুমকি

মো.শাহআলম,স্পেশাল করেসপন্ডেন্ট

১৬ নভেম্বর ২০২১ ২১:০৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. রাইসুল ইসলামকে অফিসে এসে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে।

এ ঘটনায় সোমবার রাজধনীর পুরান ঢাকার কোতোয়ালী থানায় নিজের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি।

ডায়েরিতে রাইসুল ইসলাম অভিযোগ করেন, তার বাড়ির এলাকায় দীর্ঘদিন ধরে মো. আব্দুল গাফ্ফার ও মো. শাহজাহান নামের দুই ভাই কেরানীগঞ্জে অনেককে মারধর ও অসামাজিক কার্যক্রম করে আসছে। রাইসুল ইসলাম এর প্রতিবাদ করায় ১২ নভেম্বর কেরানীগঞ্জে তাকে হত্যার হুমকি দেন। পর দিন ১৩ নভেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের সামনে আবারও অফিসে এসে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেন তারা।

তিনি বলেন, এই দুই ভাইয়ের নামে বেশকিছু মামলা রয়েছে। তারা আমাকে অফিসে এসে মারার হুমকি দিচ্ছে বলে নিরাপত্তার জন্য থানায় জিডি করেছি৷

অভিযুক্ত মো. শাহজাহানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি মিজানুর রহমান বলেন, জিডির বিষয়টি আগে জানতে হবে। পরে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষককে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় থানায় জিডি হয়েছে। পরবর্তী সময়ে যেকোনো প্রয়োজনে আমরা এই শিক্ষককে সহায়তা করবো, পাশাপাশি পুলিশের সঙ্গেও যোগাযোগ করবো।

সম্পাদক:
যোগাযোগ: ৩২/২, প্রিতম জামান টাওয়ার, (১১ তলা), পুরানা পল্টন, ঢাকা - ১০০০
মোবাইল: +৮৮ ০১৭৮৭ ৩১৫ ৯১৬
ইমেইল: infobanglareport@gmail.com