আইএসকে নিয়ন্ত্রণে আনার দাবি তালেবানের

আইএসকে নিয়ন্ত্রণে আনার দাবি তালেবানের

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) অনেকটাই নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছে আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান। আইএস বড় কোনো হুমকি নয় বলে বুধবার এক সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন সংগঠনটির মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে আইএসের রক্তক্ষয়ী একাধিক হামলায় প্রাণ হারিয়েছে অনেক মানুষ। তারপরও জঙ্গী সংগঠনটি নিয়ন্ত্রণে আছে বলে দাবি করলো তালেবান।

গতকাল ওই সংবাদ সম্মেলনে জবিহুল্লাহ মুজাহিদ জানান, আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর প্রায় ৬০০ আইএস সদস্য বা সমর্থককে গ্রেফতার করা হয়েছে। এসব সদস্যদের মধ্যে নারীও রয়েছেন, তবে এ সংখ্যা কম। জনগণের সমর্থন নেই বিধায় আফগানিস্তানে আইএসের সদস্য সংখ্যা বেশি না বলেও জানান জাবিহুল্লাহ।

আফগানিস্তানের নানগারহার প্রদেশ গত কয়েক বছর ধরে আইএসের আফগান শাখার প্রধান ঘাঁটি হিসেবে পরিচিতি পেয়েছে। সম্প্রতি তালেবানকে লক্ষ্য করে একাধিক হামলাও চালিয়েছে জঙ্গি সংগঠনটি। যদিও আফগানিস্তানে আইএসের বিরুদ্ধে তালেবানের অভিযান অব্যাহত রয়েছে বলে দাবি করেন জবিহুল্লাহ মুজাহিদ।




আপনার মূল্যবান মতামত দিন:


Top