672

08/30/2025 হল সংসদ নির্বাচনে হাজী মুহম্মদ মুহসীন হলে সহ-সভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন আহমেদ হোসেন জনি

হল সংসদ নির্বাচনে হাজী মুহম্মদ মুহসীন হলে সহ-সভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন আহমেদ হোসেন জনি

নিজস্ব প্রতিবেদক

২৭ আগস্ট ২০২৫ ২৩:২৮

ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচূড়া গ্রামের সন্তান আহমেদ হোসেন জনি। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের স্নাতকোত্তর (এমএসএস) প্রথম বর্ষে অধ্যয়নরত। তিনি হাজী মুহম্মদ মুহসীন হলের আবাসিক ছাত্র এবং শেরপুর জেলা ছাত্র সংসদের সভাপতি। তিনি হল সংসদ নির্বাচনে হাজী মুহম্মদ মুহসীন হলে সহ-সভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। দীর্ঘদিন ধরেই ক্যাম্পাসের শিক্ষাবান্ধব আন্দোলন, গণতান্ত্রিক চর্চা ও ছাত্র-কল্যাণমূলক কার্যক্রমে তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে। আত্মবিশ্বাসী ও চিন্তাশীল এই প্রার্থী একজন দায়িত্বশীল নেতৃত্বের প্রতিচ্ছবি। ডাকসুর সহ-সভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী আহমেদ হোসেন জনি বলেন, নির্দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের ভোট প্রদানের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য শিক্ষার্থীরা মুখিয়ে আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আমার কাজ করার একটি দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তাই শিক্ষার্থীদের পালসকে প্রাধান্য দিয়ে আমি আসন্ন ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দখলদারিত্বমুক্ত হল, এক শিক্ষার্থী এক সিট ব্যবস্থা বাস্তবায়ন, ন্যায্যমূল্যে মানসম্মত খাবার, সুষ্ঠু পড়াশোনার পরিবেশ, মশা ও ছারপোকামুক্ত হল, মননশীল সাহিত্য ও দেশীয় সংস্কৃতির বিকাশ, নতুন ভবন তৈরির কাজ ত্বরান্বিত করা, হলে একটি কম্পিউটার ল্যাব স্থাপন, রিডিং রুম আধুনিকায়ন, হলের সার্বিক সেবার মান উন্নতকরণ, লিফট সমস্যার স্থায়ী সমাধানসহ শিক্ষার্থীদের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করব।

সম্পাদক:
যোগাযোগ: ৩২/২, প্রিতম জামান টাওয়ার, (১১ তলা), পুরানা পল্টন, ঢাকা - ১০০০
মোবাইল: +৮৮ ০১৭৮৭ ৩১৫ ৯১৬
ইমেইল: infobanglareport@gmail.com