619

05/16/2024 সংগঠনের নামে অপরাধমূলক কাজে লিপ্ত হলে আইনানুগ ব্যবস্থা

সংগঠনের নামে অপরাধমূলক কাজে লিপ্ত হলে আইনানুগ ব্যবস্থা

বাংলা রিপোর্ট

১৫ ফেব্রুয়ারি ২০২৪ ০২:০৭

সংগঠনের নামে কেউ অপরাধমূলক কাজে লিপ্ত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবে 'এসএসসি বন্ধন ২০০১ বাংলাদেশ'।

বুধবার এসএসসি বন্ধন ২০০১ বাংলাদেশের দপ্তর সম্পাদক ওহিদুজ্জাফর এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, "এসএসসি বন্ধন ২০০১ বাংলাদেশ" একটি সামাজিক সেবামূলক সংগঠন। আমরা দীর্ঘদিন যাবৎ এর সদস্যরা সাংগঠিনকভাবে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছি এবং ভবিষ্যতেও এর কার্যক্রম অব্যাহত থাকবে। যার নিবন্ধন নং ঢ-০১০০৩৩ এবং ইহার একটি সুনির্দিষ্ট গঠনতন্ত্র ও নীতিমালা আছে। তাই এই সংগঠনের নামে যদি কোন ব্যক্তি বা গোষ্ঠী কোন সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোন উপায়ে কোন কার্যক্রম অথবা অসামাজিক কাজে লিপ্ত হয় কিংবা কোন সমস্যার সৃষ্টি করলে ইহার জন্য সংগঠন কোনভাবেই দায়ী থাকবে না।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কেউ সংগঠনের নামে কোন অপরাধমূলক কাজে লিপ্ত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক:
যোগাযোগ: ৩২/২, প্রিতম জামান টাওয়ার, (১১ তলা), পুরানা পল্টন, ঢাকা - ১০০০
মোবাইল: +৮৮ ০১৭৮৭ ৩১৫ ৯১৬
ইমেইল: infobanglareport@gmail.com