444

05/05/2024 মিরপুরে ১৮ কোটি টাকার সরকারি জমি উদ্ধার

মিরপুরে ১৮ কোটি টাকার সরকারি জমি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

৫ জুন ২০২৩ ০৪:৫৯

মিরপুরের তিনটি হাউজিংয়ের দখল থেকে ১.৪৮৪৪ একর সরকারি জমি উদ্ধার করা হয়েছে। মিরপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ঢাকার আওতাধীন ধউর ভূমি অফিসের ধউর মৌজার সরকারি ১নং খাস খতিয়ানের ১.৪৮৪৪ একর জমি অবৈধভাবে দখলে রেখেছিল প্রতিষ্ঠান তিনটি। রোববার এগুলো উদ্ধার করা হয়।

ওই জমি সিএস ও এসএ ১৭৬ দাগ, আরএস ৫০৫ দাগ এবং ঢাকা মহানগর জরিপের রূপান্তরিত ১২৩১নং দাগে জমির পরিমাণ ০.৮৯০০ একর, ১২৮৫ নং দাগে জমির পরিমাণ ০.৩৯৩২ একর এবং ১২৯১নং দাগে জমির পরিমাণ ০.২০১২ একর। অর্থাৎ ৩টি দাগে মোট খাসজমির পরিমাণ ১.৪৮৪৪ একর। এই ভূমির বর্তমান আনুমানিক বাজারমূল্য ১৮ কোটি টাকা।

জমিগুলো মিশন হাউজিং, উত্তরণ হাউজিং এবং রুহামা হাউজিংয়ের অবৈধ দখলে ছিল।

ঢাকা জেলার প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নির্দেশনায় মিরপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) রোববার অভিযান চালিয়ে জমিগুলো ঢাকা জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে নিয়েছেন।

জেলা প্রশাসক মো. মমিনুর রহমান বলেন, সরকারি সম্পত্তি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক:
যোগাযোগ: ৩২/২, প্রিতম জামান টাওয়ার, (১১ তলা), পুরানা পল্টন, ঢাকা - ১০০০
মোবাইল: +৮৮ ০১৭৮৭ ৩১৫ ৯১৬
ইমেইল: infobanglareport@gmail.com