233

04/16/2024 স্বেচ্ছাসেবক লীগকে নিলামে তুলেছেন তারেক সাঈদ!

স্বেচ্ছাসেবক লীগকে নিলামে তুলেছেন তারেক সাঈদ!

নিজস্ব প্রতিবেদক

১৫ সেপ্টেম্বর ২০২২ ০২:০৫

পদবাণিজ্যে করার অভিযোগ উঠেছে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক তারেক সাঈদের বিরুদ্ধে । তবে অধিকাংশের কাছ থেকে টাকা নিয়ে পদায়ন করতে পারে নাই এই নেতা, ফলে একে একে বেরিয়ে আসছে থলের বেড়াল, মুখ খুলছে কেউ কেউ। আবার কেউ কেউ এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্টাটাস দিয়েছেন, এই নিয়ে  চলছে তু্মুল আলোচনা ও সমালোচনা । এদিকে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হওয়ার পরে ফুলেফেঁপে উঠেছে তারেক সাঈদ, তারেক সাঈদ এখন কোটি টাকা মালিক। স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদই যেন তার হাতে আলাদিনের চেরাগ! চলেন দামি গাড়িতে, থাকেন ভিআইপি ফ্লাটে, কিন্তু এই ব্যয়বহুল জীবনযাপনের আয়ের কোন সুনির্দিষ্ট কোন খাত নেই। এদিকে, বিভিন্ন ওয়ার্ডের কমিটি নেতা বানানোর প্রলোভন দেখিয়ে  অগ্রীম লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

এবিষয়ে তারিক সাঈদের অনুসারী ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুবওক্রীড়া সম্পাদক আজিজ বেপারী নামে এক নেতা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্টাটাসে বলেন, (পাঠকের সুবিধার্থে হুবুহু তুলে ধরা হলো), ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের, সাধারণ সম্পাদক তারিক সাঈদ, ২০১৯ সালে দায়িত্ব পাওয়ার পরবর্তী বদলে যায় তার আসলরুপ, বাসার বাজার বাসার ভাড়া এমন কি বাচ্চাদের খাবার এবং ভিক্ষার টাকা প্রতিটি কর্মীদের কাজ থেকে দিতো, তারকাছে জামাত শিবির বলতে কিছু নাই, টাকা যে দিবে সে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের নেতা বানাবে এমনই ছিল তার সবসময় মনভাব,আমি সাবেক যুবওক্রীড়া সম্পাদক আজিজ বেপারী আমার কাছ থেকে চার লাখ টাকা নেয়, এই কথা বলে আমাকে ভালো জায়গায় রাখবে। কিন্তু কি দেখালাম ২০১৯সালে স্বেচ্ছাসেবক লীগ করতে আসা প্রতিটি মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে পদপদবি দেয়, পুরান কমিটির একটা লোক কোথাও রাখে নাই,এটা কোন সেবা শান্তি প্রগতি জাতি জানতে চায় আর আমার কথা শতভাগ সত্যি মিথ্যা প্রমান হলে রাজনীতি আর করবোনা।

রিসাদ আহমেদ রুশদি নামে আরেক নেতা ফেসবুকে লেখেন, আমি তাদের রাজনৈতিক পরিচয়টা জানতে চাই। তারা এই ঢাকা মহানগরে অতীতে কি এমন অবদান রেখেছেন যে একজন হইলো সহ সভাপতি বিপ্লব , একজন হইলো সাংগঠনিক লিটন মিয়া এবং মুনির সুমন সদস্য?? তাদের সিভি তে কি এমন পাইছে যেইটা দেখে এই পোষ্ট দিতেই হলো। একটু জানতে চাই।
কে এই বিপ্লব কবে কোথায় রাজনীতি করেছে? তার ব্যাকগ্রাউন্ড কি? কিসের কারনে সে সহ-সভাপতি ?
বেতন ভুক্ত কর্মচারী , যার এই ঢাকা শহরে আসার বয়স তিন বছর , যে কিনা ঢাকার ভোটার না , সে কিভাবে সাংগঠনিক সম্পাদক হইলো।
জীবনে রাজনীতির কোন জায়গায় দেখলাম না অতীতে সে কিভাবে আর কেমনে সদস্য হইলো।
অর্থ সম্পাদক
রায়হান । সোনালী ব্যাংক কর্মকর্তা অর্থ সম্পাদক। উনি জানা শর্তেও কিভাবে একে পদে ঢুকাইলো। ভাইকে সতর্ক করেছি। ভাই সরকারী কর্মকর্তা কোন রাজনৈতিক সংগঠনে থাকার আইন নেই। জেনেও এই নীতিভ্রস্ট কাজ কেন করা হলো। কি এমন স্বার্থে। যেখানে আগের কমিটির সম্পাদকদের স্থান হয় সদস্য।
আমি শেখ হাসিনার কর্মী। আমি তো এই অন্যায় মেনে নেব না। সারাদিন শেখ হাসিনার সিদ্ধান্ত চূড়ান্ত বলে আর সেই নেত্রীর সাথে বিশ্বাসঘাতকতা করে। সংগঠন এর দায়িত্ব পেয়েছে নিজের ব্যক্তি রাজনীতির জন্য।

ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের বর্তমান কমিটির একাধিক নেতা গণমাধ্যমকে এ তথ্য জানিয়ে বলেছেন, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক তারেক সাঈদ পদ বেচাকেনার ঘটনা সত্য। এ নেতারা বলছেন, পদবাণিজ্য করে কমিটির নেতা বানানো হয় বলেই পরে ওই নেতাদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, চাঁদাবাজি ও টেন্ডার বাণিজ্যের অভিযোগ উঠে।

এবিষয় তারেক সাঈদ বলেন, আমার বিরুদ্ধে অভিযোগের কোন সততা নেই, পদ না পেয়ে ক্ষোভে এই ধরণের অভিযোগ করছে।

সম্পাদক:
যোগাযোগ: ৩২/২, প্রিতম জামান টাওয়ার, (১১ তলা), পুরানা পল্টন, ঢাকা - ১০০০
মোবাইল: +৮৮ ০১৭৮৭ ৩১৫ ৯১৬
ইমেইল: infobanglareport@gmail.com