ফেডারেশন কর্তৃপক্ষের অপসারণ দাবি

বডিবিল্ডার জাহিদ হাসান শুভর পাশে গোলাম রাব্বানী

বডিবিল্ডার জাহিদ হাসান শুভর পাশে গোলাম রাব্বানী

বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার নেওয়ার পর তাতে লাথি মেরে আলোচনায় আসা বডিবিল্ডার জাহিদ হাসান শুভর পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। একইসঙ্গে বডিবিল্ডিং ফেডারেশন কর্তৃপক্ষের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেছেন গোলাম রাব্বানী।

সোমবার এক ফেসবুক স্ট্যাটাসে গোলাম রাব্বানী বলেন, ‘সকল প্রকার দুর্নীতি ও দুর্নীতিবাজের বিরুদ্ধে এভাবেই তীব্র প্রতিবাদ জানাতে হবে। দুর্নীতিকে লাথি মেরে অসম সাহসিকতা প্রদর্শন করার জন্য জাহিদ হাসান শুভকে অশেষ ধন্যবাদ। অনতিবিলম্ব নিরপেক্ষ তদন্ত করে বডি বিল্ডিং ফেডারেশনের দুর্নীতিবাজ কর্তৃপক্ষ অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।’


গত শুক্রবার (২৩ ডিসেম্বর) রাতে জাতীয় ক্রীড়া পরিষদের শেখ কামাল মিলনায়তনে জাহিদ হাসান শুভর পুরস্কারে লাথি মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। বডিবিল্ডিং ফেডারেশন তাঁকে এজন্য আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। পরে শুভই অবশ্য উল্টো ফেডারেশনকে বয়কটের ঘোষণা দেন।

নিজেকে সেরা দাবি করে জাহিদ হাসান শুভ অভিযোগ করে বলেছেন, ‘বডিবিল্ডিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের আত্মীয়কে অন্যায়ভাবে জিতিয়ে দেওয়া হয়েছে।’ ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের সঙ্গে একটি ভিডিওতে এসে শুভ বলেন, ‘পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমাকে ইচ্ছা করে দ্বিতীয় বানানো হয়েছে। যাকে প্রথম হিসেবে ঘোষণা করা হয়েছে তার শরীরের গঠন এবং আমার শরীরের গঠন দেখলে যে কেউ বুঝতে পারবেন এটি একটি পাতানো অনুষ্ঠান ছিল।’




আপনার মূল্যবান মতামত দিন:


Top