আশা জাগিয়ে ৩৬ হলে ‘চোখ’

আশা জাগিয়ে ৩৬ হলে ‘চোখ’

করোনাকালে দেশের প্রেক্ষাগৃহগুলোর বেশিরভাগই বন্ধ ছিল। যে কটা হল চলছিল তাতে চলছিল পুরানো সিনেমা। হল মালিকরা প্রযোজকদের কাছে নতুন সিনেমা চাইছিলেন। দর্শকও অপেক্ষা করছিল নতুন সিনেমার। এবার দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে। করোনাকালে সবচেয়ে বেশি সিনেমা হলে মুক্তি পাচ্ছে শাপলা মিডিয়া প্রযোজিত সিনেমা ‘চোখ’। প্রযোজক সেলিম খান জানান, ‘চোখ’ মুক্তি পাচ্ছে দেশের ৩৬টি সিনেমা হলে। ঢাকা ও ঢাকার বাইরে একযোগে চলবে আজ থেকে। তিনি বলেন, সিনেমাটির মুক্তির মাধ্যমে করোনায় অনেকগুলো বন্ধ থাকা সিনেমা হল আবার খুলছে। ‘চোখ’ পরিচালনা করেছেন আসিফ ইকবাল জুয়েল, চিত্রনাট্য করেছেন অনামিকা মন্ডল। সিনেমাটির প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন এ প্রজন্মের জনপ্রিয় তিন তারকা নিরব হোসেন, শবনম বুবলী ও জিয়াউল রোশান।

এতদিন পর নিজের সিনেমা প্রেক্ষাগৃহে আসছে। বিষয়টি নিয়ে খুবই আনন্দিত নিরব। তিনি বলেন, ‘আমরা বড় পর্দার শিল্পী। রুপালি পর্দার দর্শকই আমাদের তৈরি করেছে। তাই এরমধ্যে ওয়েব প্ল্যাটফর্মে আমার কসাই ছবিটি মুক্তি পেলেও প্রেক্ষাগৃহের প্রতি যে টান সেটির সঙ্গে অন্য কোনো কিছুর তুলনা চলে না। আমার যে কী আনন্দ হচ্ছে সেটা বলে বোঝাতে পারব না। এতদিন পর নিজের ছবি প্রেক্ষাগৃহে আসছে। আমার মনে হচ্ছে, কোনো উৎসব ছাড়াই আজ থেকে দর্শকের মনে উৎসবের আমেজ কাজ করছে। সেটি বুঝতে পেরেছি ছবিটি মুক্তির ঘোষণা সোশ্যাল মিডিয়ায় দেওয়ার পর। বিভিন্ন এলাকার অসংখ্য দর্শক জানিয়েছে, তারা সিনেমাটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমি নিজেও আজ রাজধানীর একাধিক প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকের সঙ্গে ছবিটি দেখব।’

একই ইচ্ছে ছিল ছবির আরেক নায়ক রোশানেরও। কিন্তু বিধি বাম! কদিন ধরেই তিনি অসুস্থতা অনুভব করছিলেন। অবশেষে গত পরশুই জানতে পারেন তিনি করোনা আক্রান্ত। তাই আপাতত সিনেমা হলে যাওয়া তো দূরের কথা, পূর্ব পরিকল্পিত সিডিউল অনুযায়ী শ্যুটিংও করতে পারছেন না তিনি। এই তারকা বলেন, ‘আমার দুর্ভাগ্য যে, এতদিন পর প্রেক্ষাগৃহে নিজের সিনেমা মুক্তি পাচ্ছে। অথচ আমি অসুস্থতার জন্য দর্শকের কাছেও যেতে পারব না। সবাই দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে উঠি। সবাইকে অনুরোধ করব, যারা আমাকে ভালোবাসেন, তারা সিনেমাটি হলে গিয়ে দেখুন। ছবিটি করার সময়ই মনে হয়েছে দর্শক খুব উপভোগ করবেন।’

নিরবও বললেন একই কথা। তার ভাষ্য, ‘এমন একটি সিনেমা নিয়ে দর্শকের সামনে দীর্ঘদিন পর বড় পর্দায় আসছি, যেটি একটি মানসম্মত ও যুগোপযোগী সিনেমা। এটি একটি থ্রিলার সিনেমা। তবে প্রেম ও সম্পর্কের জটিলতা আছে। আমাকে নতুন একটি লুকে নতুন ধরনের চরিত্রে দেখা যাবে। দর্শক পছন্দ করার মতোই একটি সিনেমা। সবাইকে অনুরোধ করব সবান্ধব সিনেমা হলে গিয়েই ছবিটি দেখুন।’

এদিকে ‘চোখ’ সিনেমার নায়িকা অন্যভাবে আলোচনায় এসেছেন। পাঁচ বছরের ক্যারিয়ারে তার ছবি মুক্তি পেয়েছে ১০টি। এরমধ্যে ৯টি ঈদের ছবি, একটি ভালোবাসা দিবসের। যে কারণে অনেকেই শবনম বুবলীকে বলেন ‘উৎসবের নায়িকা’। ‘চোখ’ই তার প্রথম ছবি যেটি কোনো উৎসব ছাড়াই মুক্তি পাচ্ছে। শুধু তাই নয়, ঢালিউড সুপারস্টার শাকিব খানকে ছাড়াই প্রথমবার বড় পর্দায় হাজির হচ্ছেন শবনম বুবলী। এ নিয়েই সবচেয়ে বেশি কথা শুনতে হচ্ছে এই নায়িকাকে। শাকিব খান ছাড়া ছবি। টেনশন হচ্ছে কী?’ বুবলী বলেন, ‘একদমই না। ছবি ভালো হলে দর্শক অবশ্যই গ্রহণ করবে। আমি কখনো বলিনি শাকিব খান ছাড়া অন্য কারও সঙ্গে অভিনয় করব না। শিল্পী হিসেবে আমি সবার সঙ্গেই কাজ করতে চাই।’ প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া অভিযোগ করেছে, বুবলী নাকি ছবির প্রচারণায় সময় দিচ্ছেন না। এ নিয়ে নায়িকা বলেন, ‘এই যে আপনার সঙ্গে কথা বলছি, এটা তো এই ছবির উদ্দেশ্যেই বলছি। আমার ফেইসবুকেও দুই সপ্তাহ ধরে ‘চোখ’ নিয়ে অনেক পোস্ট দিচ্ছি। তাছাড়া ‘চোখ’ মুক্তি পাবে, এটা জেনেছি এ মাসের মাঝামাঝি এসে। অন্যদের দেওয়া শিডিউল ফাঁসিয়ে প্রচারণায় করা সম্ভব নয়।’




আপনার মূল্যবান মতামত দিন:


Top