অগ্নিকাণ্ডে হতাহতদের নগদ অর্থ দিলেন ঢাকা জেলা প্রশাসন

অগ্নিকাণ্ডে হতাহতদের নগদ অর্থ দিলেন ঢাকা জেলা প্রশাসন

রাজধানীর তেজগাঁও এলাকায় মোল্লাবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ডে হাসপাতালে ভর্তি হতাহতদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় হতে প্রাপ্ত মানবিক নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন ঢাকা জেলা প্রশাসন।

রবিবার (১৪ জানুয়ারি) দুপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের হাসপাতালে উপস্থিত হয়ে জেলা প্রশাসনের পক্ষে নগদ অর্থ প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক), ঢাকা মো: আমিনুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মো: আমিনুর রহমান বলেন, ক্ষতিগ্রস্তদের যে ক্ষতি হয়েছে তা সম্পূর্ণ পূরণ করা সম্ভব নয় তারপরও সরকার সব সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকে।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) সামনের মোল্লাবাড়ি বস্তিতে গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। দেড় ঘণ্টার চেষ্টায় বস্তির আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় আগুনে পুড়ে মারা গেছেন দুজন। দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও দুজন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে আগুনে বস্তির সব টিনশেডের ঘর পুড়ে গেছে।




আপনার মূল্যবান মতামত দিন:


Top