চাঁদপুরে পৈতৃক সম্পত্তি দখলের জেরে যুবককে হত্যাচেষ্টা: গর্ভবতী স্ত্রীসহ হামলার শিকার
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নে পৈতৃক সম্পত্তি দখলের বিরোধকে কেন্দ্র করে আপন ভাতিজাকে হত্যাচেষ্টার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী যুবক গুরুতর আহত হয়েছেন এবং হামলায় তার গর্ভবতী স্ত্রীও রেহাই পাননি। গত ১৬ আগস্ট সংঘটিত এ ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা বিরাজ করছে।
আহত যুবকের নাম মোহাম্মদ আল আমিন (৩০)। তিনি ওই এলাকার মৃত মোহাম্মদ রুহুল আমিন ও মৃত কুলসুম আক্তার দম্পতির একমাত্র সন্তান।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, আল আমিনের মা ২০২০ সালে এবং বাবা ২০২১ সালে মৃত্যুবরণ করেন। বাবা-মায়ের মৃত্যুর পর থেকেই এতিম এই যুবকের পৈতৃক সম্পত্তি গ্রাস করতে মরিয়া হয়ে ওঠেন তার আপন চাচা। পরিবারের একমাত্র ওয়ারিশ হওয়ায় সম্পত্তি জবরদখলের উদ্দেশ্যে চাচা দীর্ঘদিন ধরেই তাকে বিভিন্নভাবে হয়রানি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ-বৈঠক এবং প্রশাসনের সহায়তা চাওয়া হলেও কোনো স্থায়ী সমাধান মেলেনি।
ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, আজ ২০ আগস্ট (রোববার) আল আমিন তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার উদ্দেশ্যে বের হন। পথিমধ্যে তার চাচা ও একদল সহযোগী দেশীয় অস্ত্রসহ তাদের পথরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই আল আমিনকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারধর শুরু করা হয়। স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে তার গর্ভবতী স্ত্রীকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং অনাগত সন্তানের প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আল আমিনকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করান। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, ভুক্তভোগীর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার আশঙ্কায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকরা আরও জানান, এ ধরনের জখম থেকে ভবিষ্যতে বড় ধরণের শারীরিক জটিলতা দেখা দিতে পারে।
হাসপাতালের বেডে কাতরাতে থাকা আল আমিন বলেন, "বাবা-মা মারা যাওয়ার পর থেকেই চাচা আমার সম্পত্তি গ্রাস করতে চায়। আজ ডাক্তার দেখাতে যাওয়ার পথে আমাকে হত্যার উদ্দেশ্যেই তারা হামলা চালিয়েছে। আমার গর্ভবতী স্ত্রীকেও তারা ছাড়েনি। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই এবং আমার জীবনের নিরাপত্তা চাই।"
এলাকাবাসীর মতে, সম্পত্তির লোভে আপন ভাইপো ও তার গর্ভবতী স্ত্রীর ওপর এমন নির্মম হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার আগেও তারা নিরাপত্তার অভাব বোধ করছিলেন এবং বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে স্থানীয় থানায় যোগাযোগ করা হলে পুলিশ জানায়, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


-2021-08-29-21-21-25.gif)
আপনার মূল্যবান মতামত দিন: