গণপূর্তের সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

গণপূর্তের সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিনকে আরও এক বছরের জন্য একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, কাজী ওয়াছি উদ্দিনকে সরকারি চাকরি আইন অনুযায়ী তার অবসরোত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে ১০ মার্চ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো।

চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

কাজী ওয়াছি উদ্দিন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার তারাইল গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ফুকরা এম এম একাডেমী থেকে ১৯৭৯ সালে এস.এস.সি, রামদিয়া এস কে কলেজ থেকে ১৯৮১ সালে এইচ.এস.সি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান ‍বিভাগ থেকে ১৯৮৫ সালে স্নাতক (সম্মান) ও ১৯৮৬ সালে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।কাজী ওয়াছি উদ্দিন ২৬/০১/১৯৯১ খ্রিঃ তারিখে সরকারি চাকরিতে যোগদান করেন। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ৯ম (নবম) ব্যাচের কর্মকর্তা। চাকরিকালীন সময়ে তিনি সহকারী সচিব, সিনিয়র সহকারী কমিশনার, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ঢাকা ওয়াসার ম্যাজিস্ট্রেট, ঢাকা ওয়াসার সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ঢাকা ওয়াসার ম্যাজিস্ট্রেট হিসেবে চাকরিকালে তাঁর সততা, দক্ষতা ও সুনাম দেশব্যাপী ছড়িয়ে পড়ে।কাজী ওয়াছি উদ্দিন দেশে-বিদেশে বিভিন্ন খণ্ডকালীন ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ ও শিক্ষা সফরে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের অংশ হিসেবে তিনি থাইল্যান্ড, ভিয়েতনাম, যুক্তরাষ্ট্র, গণচীন ও জাপান সফর করেছেন। তাছাড়া, সরকারি কাজে তিনি বিভিন্ন সময়ে সৌদি আরব, যুক্তরাষ্ট্র, গণচীন, ভারত, নেপাল, ফ্রান্স, জার্মানী, ইতালি, নেদারল্যান্ডস, বেলজিয়াম, অস্ট্রিয়া, তুরস্ক, কানাডা ও অস্ট্রেলিয়া সফর করেছেন।কাজী ওয়াছি উদ্দিন পদোন্নতি পেয়ে ২২/০৯/২০২২ খ্রিঃ তারিখে সচিব হিসেবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে সরকারি দায়িত্ব পালনের মাধ্যমে চাকরি ক্ষেত্রে তিনি অনেক সুনাম অর্জন করেছেন।ব্যক্তিগত জীবনে তিনি ০১(এক) পুত্র ও ০১(এক) কন্যা সন্তানের জনক।




আপনার মূল্যবান মতামত দিন:


Top