চাঁদপুরে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা

চাঁদপুর প্রতিনিধি | প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২১ ০৬:৫১

চাঁদপুরের শাহরাস্তিতে ঘরে ঢুকে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম নওরোজ আফরিন প্রিয়া (২১)। গত বৃহস্পতিবার রাতে রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের আহাম্মদ নগর ছোটপোদ্দার বাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। প্রিয়া একই এলাকার প্রবাসী ইসমাইল হোসেনের একমাত্র মেয়ে। তার শ^শুরবাড়ি কুমিল্লায়। স্বামী হৃদয় চৌধুরী। অহনা নামের দুই বছরের একটি শিশুসন্তান রয়েছে এই দম্পতির।

প্রিয়াকে হত্যার কারণ সম্পর্কে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হতে পারেনি। দুর্বৃত্তরা তাকে হত্যা করলেও ঘটনার সময় তার সঙ্গে থাকা শিশুসন্তানকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এ ছাড়া ঘরে থাকা কোনো জিনিসপত্র খোয়া যাওয়ার আলামতও মেলেনি বলে জানিয়েছে পুলিশ।

প্রিয়ার মা রুমি আক্তার জানান, অসুস্থ নাতনির জন্য ওষুধ আনতে তিনি বৃহস্পতিবার সন্ধ্যার পর স্থানীয় এক চিকিৎসকের কাছে যান। পরে রাত ৮টার দিকে বাড়িতে ফিরে মেয়েকে রক্তাক্ত অবস্থায় ঘরে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন।

তিনি আহাজারি করতে করতে সাংবাদিকদের বলেন, ‘কারা আমার এই সর্বনাশ করেছে, আমি জানি না। আমার এত বড় শত্রু আছে বলে তো জানি না।’

প্রিয়ার একমাত্র ভাই পরশ বলেন, ‘পাঁচ দিন আগে দুলাভাইসহ আপু বাড়ি আসেন। কয়েক দিন বেড়ানোর পরে দুলাভাই কুমিল্লা চলে যান। আজকে সন্ধ্যার পরে আমি বাজারে যাই। রাতে শুনি আমার আপুকে কারা যেন হত্যা করেছে। আমরা এর বিচার চাই।’

শাহরাস্তি থানার ওসি মো. আবদুল মান্নান জানান, প্রিয়াকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। নিহতের শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষতচিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

জেলার পুলিশ সুপার মিলন মাহমুদ জানান, ঘটনার সময় নিহত প্রিয়া তার শিশুসন্তানসহ বাড়িতে একাই অবস্থান করছিলেন। এলাকার লোকজনের কাছ থেকে খবর পেয়ে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।

তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘বাড়িটি নিরিবিলি এলাকায় অবস্থিত। বাড়িটির আশপাশের বাড়িগুলো দূরে অবস্থিত। তবে ঘরের কোনো মূল্যবান জিনিসপত্র চুরির আলামত দেখা যায়নি। ঠিক কী কারণে এই হত্যাকা-ের ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত নই। দুর্বৃত্তরা মাকে হত্যা করলেও তার শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সে তার মায়ের মরদেহের পাশে বসে কাঁদছিল।’

প্রিয়া হত্যায় জড়িতদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে জানিয়ে পুলিশ সুপার বলেন, ‘পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। অচিরেই অপরাধীদের ধরে এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হবে।’




আপনার মূল্যবান মতামত দিন:


Top