দুর্নীতির অভিযোগে ওএসডি হলেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান-সচিব

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২১ ১৯:৩৮

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান-সচিব

দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোল্লা আমীর হোসেন ও বোর্ড সচিব অধ্যাপক এ এম এইচ আলী আর রেজাকে ওএসডি করেছে সরকার।

এছাড়া, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মকবুল হোসেনকেও ওএসডি করা হয়েছে।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

আবুল খায়ের বলেন, শিক্ষা মন্ত্রণালয় আজ ৩ জন কর্মকর্তাকে ওএসডি করেছে। আমরা ইতিমধ্যে এ বিষয়ে আদেশ জারি করেছি।

মন্ত্রণালয় সূত্র জানায়, রাজশাহী শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক হাবিবুর রহমানকে বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে এবং যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আহসান হাবীবকে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে।

কর্মকর্তারা জানান, ওএসডি হওয়া একজন সরকারি কর্মকর্তার কোনো দায়িত্ব থাকে না, কিন্তু এটা তাদের জন্য 'অসম্মানজনক' হিসেবে বিবেচিত হয়।

যশোর বোর্ডের দুর্নীতির তদন্তে দেখা যায়, গত ৫ বছরে বোর্ডের একটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্তত ৩৬টি চেক জালিয়াতি করে প্রায় ৭ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বোর্ড কর্মকর্তারা।

এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান বোর্ডের কলেজ পরিদর্শক কে এম রব্বানী জানান, ওই টাকা ৫টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তুলে নেওয়া হয়েছে।

এ ঘটনায় গত ১০ অক্টোবর যশোরের দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করে শিক্ষা বোর্ড। এর ৮ দিন পর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, সচিবসহ অন্যদের আসামি করে মামলা করে দুদক।




আপনার মূল্যবান মতামত দিন:


Top